শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বড়াইগ্রামে অবরোধে গাড়ি চালালে মিলছে ফুল ও খাবার 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বড়াইগ্রামে অবরোধে গাড়ি চালালে মিলছে ফুল ও খাবার 

নাটোরের বড়াইগ্রামে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ভেঙে গাড়ি চালানো চালক ও তার সহকারীদের মাঝে খাবার, রজনীগন্ধা ফুল এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সংশ্লিষ্ট লিফলেট বিতরণ করা হয়েছে। 

বুধবার (৮ নভেম্বর) উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা এবং নাটোর-পাবনা-খুলনা মহাসড়কে পৌর আ.লীগের সভাপতি মেয়র কেএম জাকির হোসেন চালকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন এবং অবরোধ না মেনে নির্ভয়ে গাড়ি চালানোর জন্য তাদের ধন্যবাদ জানান। 

এ সময় তার সঙ্গে উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বর্তমান যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জিন্নাহ এবং যুবলীগ নেতা জাহিদুল ইসলাম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় মেয়র কেএম জাকির হোসেন বলেন, বড়াইগ্রাম-গুরুদাসপুরে অবরোধের নামে কাউকে জ্বালাও পোড়াও করতে দেয়া হবে না। আপনারা অযৌক্তিক অবরোধ না মেনে নির্ভয়ে সাহসিকতার সঙ্গে গাড়ি চালান। প্রশাসনের সহযোগিতায় আমরা আপনাদের জন্য রাজপথ নিরাপদ রেখেছি। 

টিএইচ